স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জে র ্যাব-৯ এর বিশেষ অভিযানে ভারতীয় চিনি সহ মো. বেলাল উদ্দিন (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বেলাল আহমদ গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র। শনিবার সকাল ৬টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বরায়া উত্তরভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, শনিবার সকালে র্যাব-৯ এর ডিএডি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বরায়া উত্তরভাগ গ্রামের এভালন স্পোর্টস ক্লাবের সামনের পাকা রাস্তার উপর একটি ট্রাক তল্লাশি চালায়। এসময় ট্রাকের ভিতরে ভারতের তৈরি ৬ হাজার ৪৬৮ কেজি চিনি সহ বেলাল আহমদকে গ্রেফতার করে। পরে তাকে আলামতসহ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।