Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ অস্ত্রধারীদের ছবি আমাদের কাছে রয়েছে : সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৫ | ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৫ | ১২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
অবৈধ অস্ত্রধারীদের ছবি আমাদের কাছে রয়েছে : সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার

সুনামগঞ্জ প্রতিনিধি:
অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে আওতায় আনা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই তথ্য জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে পুলিশ সুপার বলেন, দিরাইয়ে খাস জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হাতে তৈরী অবৈধ অস্ত্র ব্যবহার হয়েছে। সাংবাদিকদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। অবৈধ অস্ত্রধারীদের ছবি আমাদের কাছে রয়েছে। যেকোনোমূল্যে তাদের গ্রেফতার করা হবে। শহর ট্রাফিক সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সহিংসতা, মাদক,চোরাচালানসহ অপরাধ প্রবনতা প্রতিরোধে পুলিশ তৎপরতা বৃদ্ধি করা হবে। আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমার ভালো দিকের পাশাপাশি অন্য দিকগুলো সমালোচনার করার আহ্বান জানান পুলিশ সুপার।

তিনি বলেন,আমার ভালো কাজের প্রশংসা না করলেও সমালোচনা করুন, এতে কাজের ভুল-ত্রুটি শোধরানোর সুযোগ হবে।

ট্রাফিক ব্যবস্থার বিষয়ে তিনি জানান, এটি সহনীয় পর্যায়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়া মাদকবিরোধী কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এসময় তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ শোনেন।

সভায় সাংবাদিকরা সুনামগঞ্জের জলমহাল, বালুমহাল, সীমান্তে চোরাচালান, সংঘাতপ্রবণ এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধারের অভিযান, অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং নদীপথে চাঁদা আদায়সহ বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, সুনামগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন)সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন