Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১২ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে প্রায় ১শ কেজি গাঁজা উদ্ধার : গ্রেফতার ৩

admin

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
র‌্যাবের অভিযানে প্রায় ১শ কেজি গাঁজা উদ্ধার : গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার:
র‌্যাব-৯ সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১ শ কেজি গাাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২ জনকে এবং সুনামগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতারকৃতরা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বুল্লা গ্রামের জবান আলীর ছেলে মো. রাষ্টু মিয়া এবং একই গ্রামের রহমত আলীর ছেলে মো. লুৎফর রহমান।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল জেলার বিজয়নগর থানাধীন হাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৪.৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে।

এদিকে, র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি দল একই রাতে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মল্লিকপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১০ কেজি গাঁজাসহ আরো ১ জনকে গ্রেফতার করে তারা।

গ্রেফতারকৃত মো. কামরুল হাসান ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার মন কশাইর গ্রামের ভূইয়া বাড়ী গ্রামের মৃত হাফিজ উদ্দিন ভূইয়ার ছেলে।
গ্রেফতারকৃত ৩ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন