অনলাইন ডেস্ক :
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৮-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করলো বাংলাদেশের কিশোরীরা। সোমবার (২০ মার্চ) রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে গোল বন্যায় ভাসায় বাংলার মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই ভুটানের পোস্টে একের পর এক আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১৬ মিনিটে তৃষ্ণার গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর ম্যাচের ২৮ ও ৩৬ মিনিটে তৃষ্ণা ও সুলতানার গোলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে ৬০ ও ৬২ মিনিটে বাংলাদেশের লিড বাড়িয়ে দেন বদলি নামা থুইনু মারমা ও মুন্নি আক্তার। এরপর ম্যাচের ৬৫ মিনিটে ভুটানের প্রিয়া ঘাল্লে বাংলাদেশের জালে বল জড়িয়ে ব্যবধান কমান। তবে ম্যাচের ৭৬ ও ৮৩ মিনিটে থুইনু ও সাগরিকা গোল করলে ৮-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়রা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।