Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসীদের ভয়ে পলাতক থেকেও আইনি লড়াইয়ের মুখে ব্যবসায়িক নেতা আবুল হাসান কাশেম

admin

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ০৯:০০ অপরাহ্ণ | আপডেট: ২২ মার্চ ২০২৫ | ০৯:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সন্ত্রাসীদের ভয়ে পলাতক থেকেও আইনি লড়াইয়ের মুখে ব্যবসায়িক নেতা আবুল হাসান কাশেম

নিজস্ব সংবাদদাতাঃ আরিফ হত্যা মামলার অন্যতম রাজ সাক্ষী ও বিশিষ্ট ব্যবসায়িক নেতা আবুল হাসান কাশেম পালিয়ে থেকেও আইনি জটিলতার মুখে রয়েছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গত ২২ আগস্ট ২০২৪, সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দক্ষিণ সুরমা সরকারি কলেজের ছাত্র মোঃ জুবেল আহমদ স্বপন বাদী হয়ে এ মামলা করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, ৪ আগস্ট ২০২৪ সকাল ১১টা থেকে বিভিন্ন সময়ে, বন্দরবাজারস্থ লালবাজারের সামনে একটি ঘটনা ঘটে। মামলাটি আদালত থেকে কোতোয়ালি মডেল থানায় পাঠানো হলে, থানার অফিসার ইনচার্জ মোঃ নুনু মিয়া এটি রেকর্ড করেন। মামলা নম্বর ৩৭/২৮-৮-২০২৪।

রাজনৈতিক প্রতিশোধের শিকার?

মামলার অন্যতম আসামি আবুল হাসান কাশেম আরিফ হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর হিরন মাহমুদ নিপুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন। অভিযোগ রয়েছে, এই ঘটনার পর থেকেই তিনি নিপুর অনুসারী সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হন।

কাশেমের পরিবার দাবি করছে, নিপুর সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি এবং পুলিশের কিছু সদস্যের হয়রানির কারণে তিনি আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। তাঁর স্ত্রী রুমা বেগম জানান, দুই শিশুসন্তান নিয়ে তিনি নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি অভিযোগ করেন, নিপুর খালাতো ভাই জুবেল আহমদ এর সাথে নিপুর অনুসারীরা এবং কিছু সাদা পোশাকধারী পুলিশ তাদের নজরদারিতে রেখেছে, যার ফলে একাধিকবার বাসা পরিবর্তন করেও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ব্যবসায়ী মহলে উদ্বেগ

বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে অনেক ব্যবসায়ী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। ব্যবসায়িক মহলের একাংশ মনে করেন, আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর কাশেম এবার বিএনপি-জামায়াতের ব্যবসায়িক নেতাদের প্রতিহিংসার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ রয়েছে। তবে নিরাপত্তার শঙ্কায় কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।

বিশ্লেষকরা মনে করছেন, আইনি প্রক্রিয়ার যথাযথতা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত তদন্ত নিশ্চিত না করা হলে এ ধরনের ঘটনা ব্যবসায়িক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ী মহল সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন