Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মহাকাশ থেকে ফিরলেন তারা

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫ | ০১:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ | ০১:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
মহাকাশ থেকে ফিরলেন তারা

অনলাইন ডেস্ক:
অবশেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস ও তার সঙ্গী নভশ্চর বুচ উইলমোর। নয় মাসের বেশি সময় ধরে সেখানে আটকে ছিলেন এই দুই নভোচারী।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল প্রায় ৫টা ৫৭ (ই.টি) মিনিটের দিকে স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে চড়ে তারা ফ্লোরিডার উপকূলে নেমে আসেন। তাদের সঙ্গে ছিলেন আরও দুই নভোচারী।

সুনীতাদের ফেরাতে রোববার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছায় স্পেসএক্সের ড্রাগন যানটি। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনীতা এবং বুচ।

আগেই আইএসএস-এ সুষ্ঠুভাবে যানটির ডকিং প্রক্রিয়া (অবতরণ) সম্পন্ন হয়েছিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে আনডকিং প্রক্রিয়া শেষ হয়। অর্থাৎ সুনীতাদের নিয়ে আইএসএস থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশযানটি।

গত বছরের জুন মাসে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনীতা ও বুচ। কিন্তু তাদের বাহক বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে সুনীতাদের পৃথিবীতে ফেরা আটকে যায়।

তারপর থেকে বারবার তাদের ফেরানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বারবার নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে যায়। আট দিনের সফর নয় মাসে দীর্ঘায়িত হয়েছে। অবশেষে ইলন মাস্কের সংস্থার মহাকাশযান তাদের নিয়ে পৃথিবীতে ফিরছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন