Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘কিস্তিতে’ ঘুষ গ্রহণকারী সিলেটের সেই এসআই প্রত্যাহার

admin

প্রকাশ: ২০ মার্চ ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
‘কিস্তিতে’ ঘুষ গ্রহণকারী সিলেটের সেই এসআই প্রত্যাহার

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে এক উপপরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার না করতে কয়েক দফায় লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত এসআইয়ের নাম আলীম উদ্দিন। বর্তমানে তাকে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে বিশ্বনাথ থানা থেকে সিলেট পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে তার ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একই সঙ্গে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার বরাবর লিখিত আবেদনও করেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, থানার বৈঠকখানায় বসে গুনে দেওয়া ঘুষের কিস্তি হাসিমুখে পকেটে রাখছেন এসআই আলীম।
ভিডিওতে তিনি বলছেন, চার্জশিটের জন্য লাগবে পুরো ২০ হাজারই। অন্য ভিডিওতে দেখা যায়, মামলার এমসির জন্য অন্য কিস্তির পুরো ২০ হাজারের জন্য দেন-দরবারও করছেন তিনি।

অভিযোগকারী জানান, এসআই আলীম উদ্দিন ঘুষ নিয়েও কথামতো কাজ করেননি। যে কারণে ঘুষের টাকা ফেরত চান তিনি। কিন্তু বিষয়টি বারবার অস্বীকার করেন এসআই আলীম।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, ‘অভিযুক্ত পুলিশ উপপরিদর্শক (নিরস্ত্র) আলীম উদ্দিনকে মঙ্গলবার রাতেই ক্লোজ করা হয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন