Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর সাথে ঝগড়া, নিজের প্রাণ নিলেন ইউসুফ

admin

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
স্ত্রীর সাথে ঝগড়া, নিজের প্রাণ নিলেন ইউসুফ

স্টাফ রিপোর্টার:
বরগুনার তালতলীর বড়বগী ইউনিয়নের কজিরখাল গ্রামে স্ত্রীর সঙ্গে অভিমান করে ঘরের আড়ায় রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ইউসুফ মুন্সী (৪০) নামে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে।
রোববার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মুন্সী একই এলাকার আদম আলী মুন্সীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ মুন্সীর সন্দেহ তার স্ত্রী রাবেয়া বেগম পরকিয়া প্রেমে লিপ্ত। এ সন্দেহ থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল শনিবার দিবাগত রাতে এ নিয়ে ঝগড়া হয়। এরপর রাতে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তিনি।

এ সময় বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনমালিন্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন