Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট নগরীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫ | ১২:২০ অপরাহ্ণ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ | ১২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট নগরীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেটে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে নগরীর কাজীটুলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন আহমদ (৪০) ওই এলাকার বিহঙ্গ ১৯ নং বাসার বাসিন্দা মৃত আনা মিয়ার ছেলে। তিনি চাদরের ব্যবসা করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুমন আহমদকে ইফতারের জন্য ডাকতে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান স্বজনরা। এসময় তাকে বারবার ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাননি। একপর্যায়ে দরজা ভেঙে তারা সুমন আহমদের লাশ উড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, ময়নাতদন্ত রিপোর্ট এলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন