নিজস্ব প্রতিবেদক:
সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেছিল সানু মিয়া নামের এক যুবক। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। পুলিশ পিছু পিছু দৌঁড়ে গিয়ে তাকে আটক করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট সংলগ্ন ধোপাগুল কেয়াছড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
সানু মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের মৃত জয়দুল হোসেনের ছেলে। তার কাছ থেকে ভারতীয় ২০৪০ পিস চকলেট ও ১২০ বোতল অলিভওয়েল উদ্ধার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি প্লাস্টিকের বস্তায় করে সানু মিয়া ভারতীয় পণ্য নিয়ে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে দৌঁড়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।