
প্রেস বিজ্ঞপ্তি:
সিলেট নগরী থেকে এক যুবক নিখোঁজ হয়েছে। দীর্ঘ ১৫ দিনেও তার কোনো সন্ধ্যান মিলেনি। নিখোঁজ ফরহাদ মিয়া (১৯) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাথারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
গত ২২ মার্চ সকাল ১০ টায় নগরীর মজুমদারীস্থ ফুলকলির সামন থেকে সে নিখোঁজ হয়।
সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোজির পর কোনো সন্ধান না পেয়ে (২৩ মার্চ) তারিখে সিলেট এসএমপি’র এয়ারপোর্ট থানায় জিডি করেন। জিডি নং- ৯৪৪। কোনো সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেলে মোবাইল 01747712510, 01738576777 অথবা সিলেট এয়ারপোর্ট থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার