Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, আহত ৫০

admin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫ | ০১:৫৬ অপরাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ | ০১:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, আহত ৫০

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বাহুবলে মাতব্বরদের ওপর হামলার জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি ঘর। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলর স্নানঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়র জানান, শনিবার বিকেলে স্নানঘটা গ্রামের জবেদ আলী নামে এক ব্যক্তিকে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ ও কৃষকলীগ নেতা মোশাহিদ ও ফয়জুর রহমান। বিষয়টি স্থানীয় মুরব্বিরা সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করলে আবারও মোশাহিদ আলীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত মাতব্বরদের ওপর অতর্কিত হামলা চালায়। এর জেরে রোববার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি ঘর।

বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন