কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান এ তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল (শনিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আজ রবিবার (৬ এপ্রিল) ও কাল সোমবার (৭ এপ্রিল) মনোনয়নপত্র ক্রয় করা হবে। প্রথমদিনে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
তারা হলেন- সাধারণ সম্পাদক পদে এম আতিকুর রহমান আখই, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমন ও সাইফুর রহমান, কোষাধ্যক্ষ মো. বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা এইচ ডি রুবেল, নারী উদ্যোক্তা সম্পাদক সুফিয়া রহমান ইতি।
এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সম্পাদক কামাল আহমদ ও জনি খান, সদস্য শেখ মো. আছকর আলী, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মুহিবুর রহমান জাবেদ ও সদস্য মো. হায়দার আলী, ৬ নম্বর ওয়ার্ড সম্পাদক জুবের খান, মো. খায়রুল ইসলাম ও ইকবাল আহমদ দিপু, সদস্য জসিম মিয়া, নজরুল ইসলাম সোনা, কামাল আহমদ ও আব্দুল হান্নান সোহাগ, ৮ নম্বর ওয়ার্ড সম্পাদক আতিকুল ইসলাম ও সদস্য সুদীপ আচার্য।
তফশীল অনুযায়ী মঙ্গলবার (৮ এপ্রিল) মনোনয়ন দাখিল, বুধবার (৯ এপ্রিল) বাছাই, বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রত্যাহার ও শনিবার (১২ এপ্রিল) প্রতীক বরাদ্দ এবং ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান জানান, এ নির্বাচনে সভাপতি পদে ১ জন, সহসভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ-সাধারণ সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১ জন এবং নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক (শুধুমাত্র মহিলা ব্যবসায়ীদের জন্য) ১ জন। এ ছাড়া ৮টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ১ জন ওয়ার্ড সম্পাদক ও ২ জন করে ওয়ার্ড সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।