Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পিএসএলের উদ্দেশে দেশ ছাড়ার আগে যা বললেন রিশাদ

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
পিএসএলের উদ্দেশে দেশ ছাড়ার আগে যা বললেন রিশাদ

ক্রীড়া প্রতিবেদক:
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার উদ্দেশে সোমবার সন্ধ্যায় দেশ ছেড়েছেন রিশাদ হোসেন। এই লেগ-স্পিনার প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে খেলতে গেলেন। এর আগে বিগব্যাশ ও গ্লোবাল টি ২০তে দল পেলেও এনওসি জটিলতায় খেলা হয়নি তার।

পিএসএলে রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। প্রথমবার ভীনদেশি কোন ফ্র্যাঞ্চাইজি লিগ, তবে কোন চাপ নয়। খেলাটাই উপভোগ করতে চান রিশাদ। নির্দিষ্ট কোন লক্ষ্য সেট না করলেও, ইতিবাচক ক্রিকেটে দ্বার খুলতে চান অন্যান্য লিগের।

রিশাদ বলেছেন, ‘প্রথমে আলহামদুলিল্লাহ। এনওসি পেয়েছি, যাচ্ছি পাকিস্তানে। আমার কাছে মনে হয় না এর থেকে বড় খুশির কিছু হতে পারত। ভালো করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ, টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই।’

তিনি বলেন, ‘আপাতত নিজের কোনো পরিকল্পনা নেই। ওখানে গিয়ে পরিবেশ দেখি, উপভোগ করি, তারপর দেখা যাবে।’

বাংলাদেশ দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো লাহোরের কোচ। এরই মধ্যে ডমিঙ্গোর সঙ্গে কথা বলেছেন রিশাদ। পিএসএল শেষে পাকিস্তান সফর রয়েছে বাংলাদেশের। পিএসএলের অভিজ্ঞতা ওই সিরিজে কাজে লাগানোর পরিকল্পনা রিশাদের।

১১ এপ্রিল বসবে পিএসএলের দশম আসর। প্রথমদিনেই মাঠে নামবে রিশাদের দল লাহোর কালান্দার্স। প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে এবং লিটন দাসের দল করাচি কিংস।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন