Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ অনুপ্রবেশের দায়ে এক মাসে ১৪ ভারতীয় নাগরিক আটক

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫ | ১১:১২ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ | ১১:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
অবৈধ অনুপ্রবেশের দায়ে এক মাসে ১৪ ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬৪৭ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৩৭ জন বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজিবি মার্চ মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫২ কোটি ৮ লক্ষ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, ৭৮০ গ্রাম রুপা, ২৫ হাজার শাড়ি, ১০ হাজার থ্রিপিস, ২২ হাজার বিভিন্ন ধরনের তৈরি পোশাক, ৪৭ লাখ আতশবাজি, ৫২২টি মোবাইল ফোন, ১ লাখ পিস চকলেট, ১০টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ২০টি সিএনজি অটোরিকশা, ৬২টি মোটরসাইকেল এবং ৩৫টি বাইসাইকেল জব্দ করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি ওয়ান শুটারগান, ৪৬ রাউন্ড গুলি ও ৩৩ হাজার রাউন্ড সীসার গুলি।

জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে সাড়ে ৭ লাখ পিস ইয়াবা, ২ কেজি ৫৮৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ১০৫ গ্রাম কোকেন, ১৬ হাজার বোতল ফেনসিডিল ও ১২ বোতল এলএসডি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন