Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৩ | ১১:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৩ | ১১:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি

স্টাফ রিপোর্টার:
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি
সৌদি আরবে আজ মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। খবর আরব নিউজের

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, আজ সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে দেশটির কোনো অঞ্চল থেকে চাঁদ দেখার খবর পায়নি কর্তৃপক্ষ। তাই আগামী বৃহস্পতিবার পবিত্র রমজান শুরু হবে।

 

বাংলাদেশে আগামীকাল বুধবার পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন