স্টাফ রিপোর্টার:
রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ বুধবার থেকে খুলেছে সিলেটের সকল মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘদিন পর নিজ শিক্ষাঙ্গনে এসে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা।
মহানগরীর বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একে অপরের সঙ্গে ছুটির আনন্দ ও অনুভূতির কথা বলেছেন। শিক্ষকদের সঙ্গেও করেছেন ঈদ শুভেচ্ছা।
শিক্ষকরা বলছেন, স্কুল খোলার প্রথমদিন হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো তুলনামূলক কম।
গত ২ মার্চ থেকে শুরু হয় রমজান ও ঈদ উপলক্ষে ছুটি। এর আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি, ফলে কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হয়। এদিকে গতকাল খুলেছে সকল প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা ও কলেজ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।