Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের আয়েশার কাছে মিললো যা

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫ | ০৮:১২ অপরাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ | ০৮:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের আয়েশার কাছে মিললো যা

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কদমতলী থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের এক মহিলা যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে আশুগঞ্জ টোল প্লাজা পুলিশ।

আশুগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি টিম বাসটিতে অভিযান পরিচালনা করে আয়েশা নামে এক মহিলা যাত্রীর শরীর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেন।

আশুগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইসহাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কদমতলী থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি এসি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এক নারীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে নারায়ণগঞ্জে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

আশুগঞ্জ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন