
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ সদর ইউপির মুমিনপুর পূর্ব জামেমসজিদ পুন:নির্মাণ ও জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা রেকর্ড করা হয়েছে।
বুধবার রাতে পুলিশ উভয়পক্ষের অভিযোগ আমলে নিয়ে ২১ জনের বিরুদ্ধে পৃথক মামলা রেকর্ড করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুমিনপুর পূর্ব জামেমসজিদ পুন:নির্মাণ ও জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর মসজিদ কমিটির সভাপতি লুৎফর রহমানের স্ত্রী শামিমা নাজমিন চৌধুরী হাসি (৩৬) বাদী হয়ে প্রতিপক্ষের ১১ জনকে আসামি ও অপরপক্ষের মো. আব্দুন নূরের ছেলে আব্দুল বাতিন (৩২) বাদী হয়ে ১০ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। মসজিদ কমিটির সভাপতি লুৎফর রহমানের স্ত্রী শামিমা নাজমিন চৌধুরী হাসির মামলায় আসামি করা হয়েছে মুমিনপুর গ্রামের মো. আব্দুল নূরের ছেলে কামাল উদ্দিন (৪৩), জালাল উদ্দিন (৪০), মো: আব্দুল বাতিন (৩২), নাজমুল ইসলাম শিমুল (২৭), ইকবাল আহমদ (২০), সাইফুল ইসলাম শিহাব (৪৮), মৃত ছিকন্দর আলীর ছেলে মোঃ আব্দুন নূর (৮০), মৃত সখা মিয়ার ছেলে শাসুল হক (৪৮), জয়নাল আবেদীন (৪০), বাচ্চু মিয়া (৩২), শামসুল হকের ছেলে রেদওয়ান আহমদ (২৫)। অপরপক্ষের আব্দুল বাতিনের মামলায় আসামি করা হয়েছে মুমিনপুর গ্রামের মৃত করামত আলীর ছেলে লুৎফুর রহমান (৫৫), রফিকুল ইসলাম রফি (৬০), লুৎফর রহমানের ছেলে নাহিদুল ইসলাম (২১), শফিকুর রহমান শফির ছেলে রুবেল আহমদ (২৫), রুমেল আহমদ (২৩), পাবেল আহমদ, মৃত আতাউর রহমানের ছেলে আলম সাইফ উদ্দিন (৪২), মৃত তেরা মিয়ার ছেলে সুমন আহমদ (৩০), মৃত লোকমান উদ্দিনের ছেলে সোহেল আহমদ হাসদ (৪০), মৃত মখদ্দছ আলীর ছেলে মুহিবুর রহমান (৫২)।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে জকিগঞ্জ সদর ইউপির মুমিনপুর গ্রামে মসজিদ পুন:নির্মাণ ও জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মসজিদ কমিটির সভাপতির পক্ষ ও অপর আরেকটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১২ জন আহত হন। গুরুতর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সংঘর্ষের ঘটনায় দুটি পক্ষ লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর বুধবার রাতে দুটি মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার