
স্টাফ রিপোর্টার:
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় সিলেটের বিভিন্ন বাটার শো-রুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট করা ২ জোড়া জুতা।
গ্রেফতারকৃতরা হলো, ঝালকাঠি জেলার আলিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রাকিব মিয়া (১৯) এবং মাদারীপুর জেলার তাঁতিহাটি গ্রামের মো. জুয়েল শেখের ছেলে মো. বাবু শেখ (১৮)।
গতকাল বুধবার নগরীর হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাজার এলাকা অভিযান চালানো হয়। এসময় ২ জোড়া বাটার জুতাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, তারা দুই জন ভবঘুরে। এই জুতা জোড়া তারা দরগাহ গেইট এলাকাস্থ বাটার শো-রুম থেকে লুট করেছিলো।
এদিকে, সিলেটে বাটার বিভিন্ন শো-রুমে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বাটার এরিয়া ম্যানেজার মোস্তাসিম বিল্লাহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ৮শ জনকে। এই মামলায় ওই ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার