
স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আনিছ মিয়া (২২) গোয়াইনঘাট থানার লাফনাউড বাজারের মৃত মজর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম হাইস্কুলের পাশে চেকপোস্ট করাকালে একটি ট্রাক আটক করা হয়।
এসময় ওই ট্রাকে তল্লাসী চালিয়ে বালুর নিচ থেকে ১০৮ বস্তায় ৫ হাজার ৪শ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা বলে জানায় পুলিশ। পরে চিনিসহ চোরাচালানে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার