Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর আত্মহত্যার খবর নিতে গিয়ে স্বামীর ঘরে পুলিশ পেল ৮৬ কেজি গাঁজা

admin

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫ | ১২:০৩ অপরাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ | ১২:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
স্ত্রীর আত্মহত্যার খবর নিতে গিয়ে স্বামীর ঘরে পুলিশ পেল ৮৬ কেজি গাঁজা

স্টাফ রিপোর্টার:
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় এক নারীর আত্মহত্যার খবর নিতে গিয়ে স্বামীর ঘরে পাওয়া গেল ৮৬ কেজি গাঁজা। যার মূল ১৭ লাখ টাকা। বুধবার পুলিশ গ্রেপ্তার করেছে ঐ নারীর স্বামী মো. তাফসিরকে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম।

তিনি বলেন, বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তাফসিরের স্ত্রী আবিদ সুলতানা নিশি। খবর পেয়ে মরদেহ উদ্ধারে যায় পুলিশ। ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভিকটিমের মৃত্যুসংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী তাফসিরকে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পরে রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, সে একজন পেশাদার মাদক কারবারি। তার বাসার একটি কক্ষের মধ্যে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে।

তিনি আরো বলেন, তাফসিরের দেওয়া তথ্যের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় তার ভাড়া বাসার ষষ্ঠ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাফসিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওসি জানান, তাফসিরকে রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে আবিদ সুলতানা নিশির মরদেহ উদ্ধারের থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন