Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

admin

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫ | ০২:১৩ অপরাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ | ০২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জ সংবাদদাতা:
ভারতের মেঘালয়ে খাসিয়া পুঞ্জিতে খাসিয়াদের গুলিতে কুটই মিয়া ওরফে কুটি মিয়া নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া (মোকামছড়া) গ্রামের মৃত মনির উল্লাহর ছেলে। শুক্রবার নিহতের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে পেকপাড়া গ্রামের কুটি, হানিফ, জরিফ, আকবর, খোকন, ইসহাক, সোনা মিয়া ভারতের মেঘালয়ে শিংল জেলার লংথ্রাই পুঞ্জি নামের পাহাড়ি বাগানে অনুপ্রবেশ করেন। এ সময় বাগান মালিক ভারতীয় খাসিয়াদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। খাসিয়ারা সংঘবদ্ধ হয়ে তাদের তাড়াতে গুলি করে। ছয়জন ফিরে এসে খাসিয়াদের গুলিতে কুটির নিহত হওয়ার বিষয়টি জানান।

শুক্রবার কুটির স্বজনরা গোপনে লংথ্রাই পুঞ্জি এলাকায় গিয়ে লাশটি শনাক্ত করেন।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সোর্সের মাধ্যমে বাংলাদেশি নিহতের ঘটনা বিজিবি অবহিত হয়েছে। কিন্তু নিহত বা হতাহতের পরিবারের কেউ বিজিবিকে বিষয়টি জানায়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) শিলং ১১০ ব্যাটলিয়নের অধিনায়ক বাংলাদেশি হতাহতের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, বাংলাদেশিরা খাসিয়াদের সঙ্গে কলহে জড়িয়ে পড়লে ধাওয়া খেয়ে দেশে ফিরে যান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার

শেয়ার করুন