
স্টাফ রিপোর্টার:
সিলেটের মোগলাবাজার থানা এলাকায় ২ কেজি ২০৩ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে মোগলাবাজার থানাধীন ৫নং সিলাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত নিজ সিলাম এলাকায় একটি অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মো. লায়েক মিয়া (৫৫)। তিনি মোগলাবাজার থানাধীন ৫নং সিলাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত নিজ সিলাম এলাকার মৃত ননা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার