স্টাফ রিপোর্টার:
সিলেটে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। নিহত তুষার আহমদ চৌধুরী (২১) সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর শাহী ঈদগাস্থ দলদলি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
খুনের ঘটনায় পুলিশ রাতেই জাবেদ আহমদ নামে একজনকে গ্রেফতার করেছে। তাকে নগরীর আম্বরখানা বড় বাজারের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।
পুলিশ জানায়, তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিলো। পূর্বের এই বিরোধের জের ধরে মঙ্গলবার সংঘর্ষে জড়ায় তারা। এসময় অপরপক্ষের ছুরিকাঘাতে তুষারের মৃত্যু হয়। পুলিশ ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত বাকিদের নাম পরিচয় পেয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।