Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আরব আমিরাতে সকালেই দেখা গেছে রমজানের চাঁদ

admin

প্রকাশ: ২২ মার্চ ২০২৩ | ০২:৫০ অপরাহ্ণ | আপডেট: ২২ মার্চ ২০২৩ | ০২:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
আরব আমিরাতে সকালেই দেখা গেছে রমজানের চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানিয়েছে, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে চাঁদের ছবি তোলে সেটি প্রকাশ করে সংস্থাটি। চাঁদ দেখা যাওয়ায় কাল বৃহস্পতিবার থেকে দেশটির সাধারণ মানুষ সিয়াম-সাধনা শুরু করবেন।

আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে থাকা আইএসির অ্যাসট্রোনোমিক্যাল সিল অবজারভেটরির মাধ্যমে সকাল ৮টার পর রমজানের চাঁদের প্রথম ছবি তোলা হয়। এরপর সকাল ১০টা ৩৫ মিনিটে ১৪৪৪ হিজরি সনের রমজান মাসের চাঁদের আরও পরিষ্কার ছবি পাওয়া যায়।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহসহ তিনজন বিশেষজ্ঞ চাঁদের ছবিগুলো তোলেন। ওই ছবিতে আকাশে পরিষ্কারভাবে চাঁদটিকে দেখা যায়।

কীভাবে সকাল বেলাতেই দেখা গেল চাঁদ?

জ্যোতিবির্দা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ বিষয়টি খোলাসা করেছেন সংবাদমাধ্যম খালিজ টাইমসের কাছে।

তিনি বলেছেন, ‘অর্ধচন্দ্র ওঠার পরই এটি যে কোনো সময় দেখা যায়। যা আজ হয়েছে (নতুন চাঁদটি ওঠেছে) সকাল ৬টা ৫১ মিনিটে। কিন্তু সূর্যের উজ্জল আলোর কারণে চাঁদ এবং তারা দিনের বেলা দেখা যায় না। এ কারণে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়।’

তিনি আরও বলেছেন, ‘আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র দিনের বেলা চাঁদ দেখার জন্য শক্তিশালী ক্যামেরা ব্যবহার করেছে। এটি করা হয়েছে অ্যাস্ট্রো ইমাজিং পদ্ধতির মাধ্যমে।’

এই কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ আজ চাঁদ দেখার চেষ্টা করবে। আর আমরা আগেই চাঁদের ছবি তুলতে সক্ষম হওয়ায় তারা জানতে পারবে চাঁদ ইতোমধ্যে ওঠে গেছে এবং তারা এটি দেখার চেষ্টা করবে।’

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন