
স্টাফ রিপোর্টার:
ফেসবুকে একটি ট্রলকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় এ সংঘর্ষ চলতে থাকে। প্রায় আধাঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়।
কলেজের শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পরে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের অভিযোগ, সংঘর্ষে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
সংঘর্ষের বিষয়ে সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুনতাহিন হাসান জানান, গতকাল ঢাকা কলেজের দুই ছাত্র আমাদের কলেজের একজন শিক্ষার্থীকে মারধর করে। আজও আমাদের কয়েকজন বন্ধু ঢাকা কলেজের সামনে মারধরের শিকার হয়। এসব বিষয়
অন্যদিকে, ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, দুই-তিন দিন আগে কিছু ঝামেলা হয়েছিল। আজ আমাদের একজন ছাত্র ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সিটি কলেজের কিছু ছাত্র তাকে মারধর করে। এর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দীন বলেন, সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। ফেসবুকে ট্রলকে কেন্দ্র করে আজকের সংঘর্ষের সূত্রপাত হয়। রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এই দুই কলেজের শিক্ষার্থীরা প্রায়ই তুচ্ছ কারণে সংঘর্ষে জড়ায়। পুলিশের ভূমিকা ছিল সংঘর্ষ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের নিবৃত্ত করা।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার