Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে হামলা-ভাংচুর মামলায় গ্রেফতার আ. লীগ নেতা

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ০৪:০২ অপরাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ | ০৪:০২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হামলা-ভাংচুর মামলায় গ্রেফতার আ. লীগ নেতা

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে হামলা-ভাঙচুর মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা সুজন মিয়াকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে বিশ্বনাথের জানাইয়া এলাকা থেকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ। সুজন মিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলার জানাইয়া গ্রামের আবদুল মালিকের ছেলে।

পুলিশ জানায়, বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা সুজন মিয়া। বিশ্বনাথ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা রয়েছে। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিল। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১৮ আগস্ট শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৮৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন