
বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার আসামী ফাহিম আহমদ (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি দক্ষিণ ফতেহপুর (দাসগ্রাম) এর সফিক উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের পিএইচজি হাইস্কুলের খেলার মাঠ থেকে তাকে আটক করেন ছাত্র-জনতা।
এরপর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ফাহিম আহমদ গত ৫ আগস্ট সরকার পতনের পর গুলিতে নিহত ময়নুল ইসলাম হত্যা মামলার (নং ০৭, তাং ২৬-০৮-২০২৪ইং) এজাহারনামীয় আসামী। নিহতের স্ত্রী শিরিন বেগম ওই মামলার বাদী।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার