স্টাফ রিপোর্টার:
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। আর্থনা সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বি-পাক্ষিক এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি।
বাংলাদেশ-কাতারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় তাদের। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহায়তা কামনা করেন ড. ইউনূস। এতে সাড়া দিয়ে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি।
ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের নীরবতাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের অবস্থানের জন্য ধন্যবাদ জানান কাতারের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বাংলাদেশ সংস্কার ও পুনর্গঠনে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।