Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের মাটি থেকে সরাসরি পণ্য যাবে বিশ্ববাজারে

admin

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ০৩:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ | ০৩:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের মাটি থেকে সরাসরি পণ্য যাবে বিশ্ববাজারে

স্টাফ রিপোর্টার:
মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী জানিয়েছেন, এবার সিলেটের মাটি থেকে সরাসরি বিশ্ববাজারে পণ্য যাবে।

শনিবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমরা কারো মুখাপেক্ষী নই—আমরাই পারি, আমরাই গড়ি ভবিষ্যৎ।

তিনি বলেন, সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হতে যাচ্ছে সরাসরি এয়ার কার্গো পরিবহন—মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানায় পরিচালিত এই নতুন যাত্রা আমাদের সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আগামীকাল (২৭ এপ্রিল) বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এসকে বশির উদ্দিনও সেখানে উপস্থিত থাকবেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন