Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২৭শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে যুবক খুন

admin

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ০১:০১ অপরাহ্ণ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ | ০১:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে যুবক খুন

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে ঝাল মুড়ি খেয়ে ঝাল লাগাকে কেন্দ্র করে সুলফির আঘাতে যুবক খুন হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের তল বাউসী গ্রামে ঘটনাটি ঘটে।নিহত যুবক তল বাউসী গ্রামের মৃত সেবক দাসের ছেলে প্রান্ত দাস (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় বাজারে ঝাল মুড়ি খেয়ে ঝাল লাগাকে কেন্দ্র করে শাকিল ও নিহতের ভাই পলাশের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় আবার তাদের তল বাউসী গ্রামের খলাতে দেখা হলে আবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল ও নিহতের ভাই পলাশ দাস বাড়িতে চলে যায়। এর কিছুক্ষণ পরে শাকিল বাড়ি থেকে সুলফি নিয়ে এসে পলাশের ভাই প্রান্ত দাসকে খলায় পেয়ে তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই প্রান্ত দাস মারা যায়।

দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন