
নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভাধীন নগর গ্রামে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ার সম্পদের হিসাব নিয়ে বিরোধের জের অজিত সূত্রধর নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনার পলাতক ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (২৬ এপ্রিল) রাতে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আষোতোষ হোম রায় (৫০), নীলোৎপল হোম রায় (লিটন) (৪৬), রাখেশ সূত্রধর বৈরাগী (৫৫) ও রাংকু সূত্রধর (৩০)।
র্যাব জানায়, শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন মীরপুর ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে এবং একই দিনে রাতে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন লস্করপুর রেলক্রসিং এলাকায় অন্য আরেকটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার