Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

admin

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ০৬:০৬ অপরাহ্ণ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ | ০৬:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় ৫০ বোতল ভারতীয় মদসহ আলাউদ্দিন আলাই (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলাই উপজেলার পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিন আলাইকে গ্রেপ্তার করে। পরে পুলিশ দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার মদসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আজ (রোববার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন