Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পুলিশ ধরলো সেলিম ও ইসমাইলকে, র‌্যাব মশিউরকে

admin

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫ | ০৬:১৭ অপরাহ্ণ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ | ০৬:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশ ধরলো সেলিম ও ইসমাইলকে, র‌্যাব মশিউরকে

স্টাফ রিপোর্টার:
সিলেটে পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। এর মধ্যে দুইজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় চিনি। আর একজনের কাছে পাওয়া গেছে ইয়াবা ও গাঁজা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার বেলা দেড়টার দিকে এয়ারপোর্ট-আম্বরখানা সড়কে অভিযান চালিয়ে ৪৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। ৪৫ বস্তার ভেতর প্রায় ২ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা মূল্যের ২ হাজার ২০৫ কেজি চিনি ছিল।

এসময় অবৈধ কারবারের অভিযোগে দুইজনকে আটক করা হয়। তারা হলেন- গোয়াইনঘাট উপজেলার উরাগ্রামের সৈকত আলীর ছেলে সেলিম আহমদ (৩২) ও একই উপজেলার বগাইয়া হাওড়ের জবেদ আলীর ছেলে ইসমাইল আলী (৭০)।

এদিকে, র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এসএসপি কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন রামনগর এলাকা থেকে ১৮ কেজি গাছজাও ৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক মশিউর ওরফে মুসিবুর রহমান (৩৮) জামালগঞ্জ থানাধীন রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
আটককৃত তিনজের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন