Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

admin

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫ | ০৬:২১ অপরাহ্ণ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ | ০৬:২১ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় আজাদ বোর্ডিং নামের একটি আবাসিক হোটেল থেকে ফসিউল আলম (৭৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে তার লাশ উদ্ধার করা হয়। ফসিউল চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বাসিন্দা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইসহ অন্যান্যরা।

ওসি মো. গোলাম আপছার জানান, ফসিউল প্রায়সময় শহরের স্টেশন রোডস্থ আজাদ বোর্ডিংয়ে ব্যবসায়ী পরিচয়ে রুম নিয়ে সেখানে থাকতেন। গত ৯ এপ্রিল থেকে তিনি ওই হোটেলের একটি রুমে অবস্থান করছিলেন। রবিবার বিকেলের পর থেকে ফসিউলের রুম থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে তাকে বিছানার নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে জানান।

ওসি আরও জানান, খবর পেয়ে রাত ৯টার দিকে ফসিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্ট্রোক করে ফসিউলের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন