Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ মামার বিরুদ্ধে, গ্রেফতার ১

admin

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫ | ০৬:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ | ০৬:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
কমলগঞ্জে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ মামার বিরুদ্ধে, গ্রেফতার ১

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে পটেটো চিপসের লোভ দেখিয়ে ঘরে নিয়ে সাত বছর বয়সের শিশু ভাগ্নীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। থানায় মামলা হলে ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী ধর্ষণের শিকার শিশুর মায়ের চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৪ টায় উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত ধর্ষক কান্ত মালাকার শিশুটির মায়ের চাচাতো ভাই।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে রাতেই শমসেরনগর পুলিশ ফাঁড়ি পুলিশ ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেপ্তার করেছেন।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া জানান, পটেটো চিপস এর লোভ দেখিয়ে শিশুটির মায়ের চাচাতো ভাই ভাগ্নী শিশুকে পার্শ্ববর্তী বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্না করলে মা কারণ জানতে চান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ধর্ষক কান্ত মালাকারকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়া মো: মোস্তাফিজ ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়র পর আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, এ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটি অভিযুক্তের সম্পর্কে ভাগ্নী। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন