Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বড় ভাই নিলেন প্রবাসী ছোট ভাইয়ের প্রাণ

admin

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫ | ০৫:৫৯ অপরাহ্ণ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ | ০৫:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বড় ভাই নিলেন প্রবাসী ছোট ভাইয়ের প্রাণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের কেচি আঘাতে প্রাণ হারালেন প্রবাসী ছোট ভাই। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে বড় ভাইয়ের কাচি আঘাতে আহত রুবেল আহমেদ (২৫) রাতে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রুবেল একই গ্রামের মৃত হাজী আশিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) সকালে জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব মেটাতে সালিশে বসেন এলাকার লোকজন। সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া কেচি দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত রুবেলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টায় তার মৃত্যু হয়।

নিহত রুহেল আহমেদ ছিলেন সৌদি আরব প্রবাসী। গত ৮ মাস আগে ছুটিতে এসে রুবেল আহমেদ বিয়ে করে আবার সৌদি আরব চলে যান। গত আড়াই মাস আগে তিনি আবার ছুটিতে দেশে আসেন। মে মাসের ৪ তারিখ তার আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন