Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৪ঠা মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

admin

প্রকাশ: ০৩ মে ২০২৫ | ০৫:৫৬ অপরাহ্ণ | আপডেট: ০৩ মে ২০২৫ | ০৫:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
আজমিরীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের মামলায় মানিক মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২ মে) দুপুরে পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মানিক মিয়া পৌরসভার আজিমনগর লম্বাহাটির নতুন বাড়ি এলাকার বাসিন্দা মৃত বুইদ্ধা মিয়ার পুত্র।

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় মাতৃহীন শিশুর বুদ্ধি প্রতিবন্ধী পিতা ঘরে না থাকার সুযোগে মানিক মিয়া তার বসত ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। ঘরে ফেরার পর বিষয়টি আঁচ করতে পারেনি বুদ্ধি প্রতিবন্ধী পিতা।

বেশ কয়েকদিন পর বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে শিশুর চাচা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে মানিক মিয়াকে আটক করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে শিশুর চাচা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরপরই আমরা অভিযান চালিয়ে মানিক মিয়াকে আটক করি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন