Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে জালিয়াতি, দেড় লাখ টাকা জরিমানা

admin

প্রকাশ: ০৩ মে ২০২৫ | ০৬:০৪ অপরাহ্ণ | আপডেট: ০৩ মে ২০২৫ | ০৬:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে জালিয়াতি, দেড় লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় অবস্থিত মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী। অভিযানকালে ডায়াগনস্টিক সেন্টারটিতে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ডায়াগনস্টিক সেন্টারটি।

শনিবার (৩ মে) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। অভিযানকে সহায়তা করেন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডাঃ মদিনা ও সেনাবাহিনীসহ হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ।

সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস বলেন, মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে অভিযানকালে নানা ধরণের অনিয়ম পরীলক্ষিত হয়। এসময় ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়াও অভিযানকালে মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে দালালদের উৎপাত, রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও অশুভ আচরণসহ নানা অভিযোগ করেন রোগীসহ তাদের স্বজনরা। এসময় সেনাবাহিনীর সদস্যরা অভিযোগের প্রেক্ষিতে অন্তত ৫ রোগীর কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত এনে রোগীদের কাছে হস্তান্তর করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!