Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৫ই মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা খসরু

admin

প্রকাশ: ০৪ মে ২০২৫ | ০৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৫ | ০৬:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা খসরু

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় মিথ্যা মামলায় ১১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন কাদিপুর ইউনিয়নের মেম্বার, বিএনপি নেতা খাইরুল ইসলাম খসরু।

রবিবার (৪ মে) দুপুরে মৌলভীবাজার জজ আদালতে জামিন চাইলে বিচারক তার জামিন মঞ্জুর করেন বলে জানান খসরুর ছোটভাই দুবাই প্রবাসী নজরুল ইসলাম।

উল্লেখ্য, কাদিপুর ইউনিয়নের আমতৈল থেকে বিলেরপার রাস্তা সংস্কার কাজের জন্য সরকারিভাবে খসরু মাটি ভরাট কাজ শুরু করেন। উক্ত সড়কের পাশে লন্ডন প্রবাসী আব্দুল বারী মিয়ার কিছু জায়গা রয়েছে। সেই জায়গায় রাস্তা প্রশস্ত করার জন্য মাটি ফেললে ১৫ এপ্রিল তীরবর্তী বাড়ির কাতার প্রবাসী রুবেজ আহমেদ রুবেলের দ্বিতীয় স্ত্রী দোলা খানম মাটি ভরাটের কাজে ইউপি সদস্য খসরুকে বাধা দেন। খসরু মিয়া বিষয়টি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করলে চেয়ারম্যান নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় দোলা খানম অশ্লীল ভাষায় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে গালিগালাজ শুরু করেন। ইউপি সদস্য খসরু এর প্রতিবাদ জানালে দোলা খানম আরও বেপরোয়া হয়ে ওঠেন। একপর্যায়ে প্রকাশ্যে লাঠি দিয়ে খসরু মিয়ার মাথায় আঘাত করেন। এতে খসরুর মাথা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দোলা খানম এসব করেন ক্ষান্ত হননি। ২২ এপ্রিল মেম্বারের স্ত্রী রাছনা বেগম এবং বড় ভাই আনোয়ারসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় মেম্বার পরদিন মৌলভীবাজার আদালতে জামিন আনতে গেলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার

শেয়ার করুন