হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জলফু মিয়া ও একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান উদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অন্য আরেক অভিযানে বানিয়াচং উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি সমশের আলীকেও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দীলিপ কান্ত নাথ জানান, গ্রেপ্তারকৃত আসামী জলফু মিয়া ও মুজবিুর রহমান উদয় বৈষম্যবিরোধি মামলার পলাতক আসামী। এসআই বাশারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নসরতপুর গ্রাম থেকে জলফু মিয়া ও সুরাবই গ্রাম থেকে মুজিবুর রহমান উদয়কে গ্রেপ্তার করে। ওসি বলেন- পুলিশের এমন অভিযান অব্যাহত রয়েছে।
অপর আরেক অভিযানে বানিয়াচং উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোসমশের আলীকে গ্রেপ্তার করে বানিয়াচং থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা।
তিনি বলেন- তার বিরুদ্ধেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।