
স্পোর্টস ডেস্ক :
চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে এক গোলে পিছিয়ে থেকে মাঠ ছেড়েছে আর্সেনাল। অন্যদিকে এগিয়ে থাকায় ফাইনালের স্বপ্ন দেখছে প্যারিসের ক্লাব পিএসজি। তবে আর্সেনাল বস মিকেল আতের্তাও সুযোগ দেখছেন নিজেদের।
তবে তার জন্য যে কঠিন পরীক্ষা দিতে হবে লন্ডনের দলটির। সেটা ভালোই জানা আছে সফরকারীদের। তবে মাঠে নামার আগে কথার লড়াইয়ে কে কাউকে ছাড় দিচ্ছে না বিন্দু পরিমাণ।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ পিএসজি ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এক গোলে এগিয়ে থাকায় ফাইনালের স্বপ্ন দেখছে পিএসজি। ২০১৯-২০ মৌসুমের পর আবারও শিরোপার স্বপ্ন দেখছে ফরাসি ক্লাবটি। সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারে ছোয়া হয়নি স্বপ্নের সেই শিরোপা। তাইতো এবার প্রথম বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চায় পিএসজি।
অন্যদিকে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে বিদায় করে সেমিফাইনালে উঠা আর্সেনালও যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে, যার কারণে ফেভারিট থাকলেও সতর্ক পিএসজি বস লুইস এনরিক। ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য ঘরের মাঠেও দ্বিতীয় লেগে জয়লাভকরা।
তবে আর্সেনালের সাথে আমাদের সতর্ক থাকতে হবে। তারা এমন একটি দল যারা এক সেকেন্ডের মধ্যে ইতিহাস পুনর্লিখন করতে পারে।’ এছাড়াও প্রথম লেগে এক গোলের জায়গা দুই গোলে এগিয়ে থাকতে পারত পিএসজি। তা নিয়ে আক্ষেপও করেন লুইস এনরিক। বলেন, ‘প্রথম লেগে আমরা ২-০ ব্যবধানে জিততে পারতাম।’ তবে তিনি আত্মবিশ্বাসী যে আজ রাতে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে পারবে না আর্সেনাল।
অন্যদিকে এক গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয় লেগের ম্যাচ নিয়ে আশাবাদী আর্সেনাল বস মিকেল আতের্তা। তিনি জানান, এমন ম্যাচে জীবন দিতেও প্রস্তুত তার দল। তিনি বলেন, ‘উত্তেজনা, মন খারাপ, খুব আত্মবিশ্বাসী সবকিছুই একসঙ্গে। যখন জানেন সুযোগটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার। যখন আপনি সেই পর্যায়ে পৌঁছান তখন আপনাকে এর জন্য আপনার জীবন দিতে হবে এবং আমরা সব করতে প্রস্তুত।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার