
স্টাফ রিপোর্টার:
সিলেটে ১০২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানাপুলিশ।
তার নাম মো. মোহন মিয়া (২৯)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কলকতখাঁ গ্রামের মৃত কালা মিয়া ও রোকেয়া বেগমের ছেলে। বুধবার দুপুরে সিলেট মহানগরীর জেল রোডের মোরশেদ মিয়ার কলোনি থেকে তাকে গ্রেফতার করেন কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার