স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করেছে সংগঠনটির একাংশ। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগরের ব্যানারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন লিখিত বক্তব্যে বলেন, সংগঠনটির জেলার সদস্য সচিব নুরুল ইসলাম ভূয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অব্যাহতি দিয়েছেন। এই সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির ২৭২ জন সদস্যের মধ্যে ২৫৪ জন সদস্য এই বিষয়ে অবগত নন। অব্যাহতি দেওয়ার সদস্য সচিবের কোনো এখতিয়ার নেই। জেলা কমিটির সদস্যদের মতামতকে প্রধান্য না দিয়ে অন্যায় ভাবে সিদ্ধান্ত নিয়েছেন। যা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন সিদ্ধান্ত। এসব কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুন্ন করে এবং সংগঠনের ঐক্যকে বিনষ্ট করে। কেন্দ্রীয় কমিটি এ বিষয়ে কোন ঘোষণা দেয়নি।
এছাড়া নুরুল ইসলাম কর্তৃক আরও দুটি আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক প্রক্রিয়া না মেনে সালমান আহমদ খোরশেদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ও আয়েশা সিদ্দিকা প্রিয়াকে ভারপ্রাপ্ত মুখপাত্র হিসেবে ঘোষণা করেন। যা নিয়ম বহির্ভূত ও অসাংগঠনিক কাজ। ব্যাক্তিগতভাবে ও হিংসাত্মকভাবে করা হয়েছে যা সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজ। সিলেট জেলা ও মহানগরের সকল শিক্ষার্থীরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃনা ভরে প্রত্যাখান করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা বলেন, একের পর এক সাংগঠনিক নিয়ম বহির্ভূত সিদ্ধান্ত ও অবৈধ কার্যক্রম করার কারণে নুরুল ইসলামকে সিলেট থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। সংগঠনের মধ্যে বিভাজন ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের শিক্ষার্থীরা সদস্য সচিব অব্যাহতির সিন্ধান্তকে অবৈধ ও বাতিল ঘোষণা করছি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।