স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন কোম্পানীগঞ্জ রোডস্থ কাকুয়ারপাড় বিমান টিলা এলাকা থেকে ভারতীয় অবৈধ চকলেট ও সাবানসহ দুইজনকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানাপুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) রাত আনুমানিক ২টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট কোম্পানীগঞ্জ রোডস্থ কাকুয়ারপাড় বিমান টিলার সামনে অভিযান পরিচালনা করে ৫২ হাজার ৪শ’ টাকার ভারতীয় অবৈধ চকলেট ও সাবানসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকার ভারতীয় অবৈধ চোরাই মালামাল বহনকারী একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ জেলার বুরুঙ্গী এলাকার কুমুল্লী গ্রামের সুমন বেপারীর ছেলে সিরাজুল ইসলাম (৩৮) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার সরমঙ্গল গ্রামের মৃত ছালেক আহমেদের ছেলে মো. রায়হান আহমদ (৩০)।
জানা যায়, এয়ারপোর্ট থানাধীন সিলেট কোম্পানীগঞ্জ রোডস্থ কাকুয়ারপাড় বিমান টিলার সামনে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ হতে সিলেট গামী একটি সিএনজি অটোরিকশাকে তল্লাসী চালায় পুলিশ। এসময় সিএনজি অটোরিকশাতে ২টি প্লাষ্টিকের বস্তার ভেতর রক্ষিত ১শ’ কৌটা ভারতীয় অবৈধ (আই ক্যান্ডি) চকলেট ও ১শ’ ২০ পিস ভারতীয় অবৈধ (হারমনি) সাবান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের দাম আনুমানিক ৫২ হাজার ৪শ’ টাকা। এই সময় চোরাচালান পরিবহন কাজে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা, যার ইঞ্জিন নং-AAMBPC-30254, চেসিস নং-MD2AAAFZZPWC-06617, রেজিঃ নম্বর সিলেট-থ-১২-৪৫২৬ জব্দ করা হয়। পাশাপাশি চোরাই ব্যবসায় জড়িত সিরাজুল ইসলাম (৩৮) ও মো. রায়হান আহমদ (৩০)কে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এডিসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন- বৃহস্পতিবার (৮ মে) রাত আনুমানিক ২টার দিকে অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ চকলেট ও সাবানসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয় এবং চোরাই ব্যবসায় জড়িত সিরাজুল ইসলাম (৩৮) ও মো. রায়হান আহমদ (৩০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় দ্যা স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫বি ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর- ৯। আসামীকে বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।