স্টাফ রিপোর্টার:
তিনি মো. কাজল মিয়া। একজন গাঁজা ব্যবসায়ী হিসাবে সিলেটের জেল রোড এলাকার নেশাখোরদের মধ্যে ব্যাপক পরিচিত। তবে শেষ রক্ষা হলোনা তার। পুলিশের হাতে ধরা পড়েছেন মো. কাজল মিয়া (২৭)।
শনিবার (১০ মে) বিকেল সোয়া ৩টার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে জেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
কাজল কোতোয়ালী থানার কুমারপাড়া এলাকার মৃত মনির মিয়া ও মৃত ছায়া বেগমের ছেলে। গ্রেফতারের সময় তার শরীর তল্লাশী করে ৪শ’ গ্রাম ওজনের ১১২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।