শ্রীমঙ্গল সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ইয়ার্ডের কাছে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। লাইনচ্যুতির কারণে সিলেট-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ভেতর ৩ নম্বর লাইনে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন শ্রীমঙ্গল স্টেশন ইয়ার্ডে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে, তবে তেলের কোনো বিস্ফোরণ বা আগুনের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন, পরবর্তীতে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাইনচ্যুতির কারণে সিলেট-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বগির যান্ত্রিক ত্রুটির কারণে এ ইঞ্জিনের লাইনচ্যুতি ঘটতে পারে। তবে এতে কোনো হতাহত হয়নি, ট্রেনটি বর্তমানে স্টেশন ইয়ার্ডেই রয়েছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করছি দ্রুত ইঞ্জিনটি উদ্ধার কার্যক্রম শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।