Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের সাবেক এমপি শামীমার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

admin

প্রকাশ: ১১ মে ২০২৫ | ০৬:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১১ মে ২০২৫ | ০৬:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সাবেক এমপি শামীমার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার:
রাজধানীর পল্টন মডেল থানায় যুবদল নেতা মো. শামীম হত্যা মামলায় কৃষকলীগ নেত্রী ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক ফেরদৌস আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় শামীমা আক্তারের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশ জারি এর আগে, গত শনিবার বিকেলে রাজধানীর জিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা মো. শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!