স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। সিলেটের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের তিন জেলায় বিএসএফ রাত্রিকালীন কারফিউ জারি করায় বিজিবিও নজরদারি বাড়িয়েছে। অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবি এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার সিলেটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জৈন্তিয়া হিলস এর জেলা প্রশাসন রাত্রিকালীন কারফিউ জারি করে। রাতে সীমান্ত এলাকায় জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই আদেশের ব্যাপারে সিলেটের জেলা প্রশাসনকেও অবগত করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ গণমাধ্যমকে বলেন, ‘সিলেটের সীমান্তবর্তী ভারতের জৈন্তিয়া হিলস জেলা প্রশাসন রাত্রিকালীন কারফিউ জারি করেছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। সেখানকার জেলা ম্যাজিস্ট্রেট একটি অনুলিপির মাধ্যমে আমাদেরকে বিষয়টি জানিয়েছেন।’
এদিকে, ভারতের তিন জেলা প্রশাসন সীমান্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ জারির পর বাংলাদেশ সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বিজিবিও। সীমান্ত এলাকায় আগের চেয়ে টহল বৃদ্ধি করা হয়েছে।
সিলেটস্থ বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, বাংলাদেশ থেকে কেউ যাতে ভারতে অনুপ্রবেশ করতে না পারে; কিংবা ভারত থেকে পুশব্যাক করা না যায় সেজন্য বিজিবি নজরদারি বাড়িয়েছে। চোরাচালান ঠেকাতেও বিজিবি সতর্ক রয়েছে। সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে সচেতন করার কাজও করছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।